খুলনার খবর : রূপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ট্রলার মাঝিরা একত্রিত হযে রায়হান নামের এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত যখম করেছে। ঘটনাটি ঘটে বুধবার(২৩ জুলাই) রাত পৌনে নয়টার দিকে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের বলেন, অজ্ঞাতনামা ৪/৫ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়। যে কারণে নাম ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে যায়। ট্রলারটি দ্রæত গতিতে পশ্চিম রূপসা খেয়াঘাট থেকে পূর্বপাড়ে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যায়।
তখন ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে।
উপস্থিত লোকজন তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। আহত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।