মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || ভারতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর সামাদ আজাদ (৩১)।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
স্টপলিস্টে থাকা অবস্থায় ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার নাম শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, যাত্রীটি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের সিস্টেমে নাম ওঠার পরপরই আমরা বিষয়টি যাচাই করি এবং নিশ্চিত হয়ে তাকে আটক করি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, আব্দুর সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় হত্যাচেষ্টা, মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি এবং বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়াল নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশের সক্রিয় নজরদারিতে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুর সামাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।