মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা, প্রতিনিধি ||খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতারনা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়ায় এ্যাড. শিবু প্রসাদ সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
উপজেলার পুর্ব ভ্যাকটমারী গ্রামের তফেজ উদ্দীনের ছেলে রাজিকুল ইসলাম হযরত। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবু প্রসাদের কাছ থেকে তিনি ২০২৪ সালে ৮ বিঘা জমি মৌখিক ভাবে ৫ বছরের জন্য লীজ গ্রহণ করেন।
বিঘা প্রতি বাৎসরিক ১০ হাজার টাকা চুক্তিতে এক বছর আগেই টাকা পরিশোধ করে আসছে তিনি। এদিকে শিবু প্রসাদ বছরে বছরে হারির টাকা বাড়ানোর জন্য চাপ দেন।এমন কি ২০২৬ সালের জন্য ১ লাখ টাকা চাপ দেয়। ১৪ জুলাই ৫০ হাজার টাকা গ্রহণ করেন এবং বাকী ৫০ হাজার টাকা ২০ জুলাই দেয়ার কথা থাকে কিন্তু দিতে দেরী হওয়ায় তিনি এ জমি অন্যত্র বেশি টাকায় লীজ প্রদান করেন।
তাছাড়া আমার কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকার বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটি হলে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন শিবু প্রসাদ সরকার একজন প্রতারক। তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল ও পাইকগাছা আইনজীবি সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে এ্যাড. শিবু প্রসাদ বলেন, আমি বাৎসরিক চুক্তিতে লীজ প্রদান করি। ঠিকমত টাকা না দেয়ায় অন্যত্র লীজ দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।