অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিরবে নিবৃতে কাজ করে যাচ্ছেন পালক মন্ডল নামের এক তরুণ।
সেই প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের সময় থেকে মোংলা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের বাসস্থান,খাদ্য সামগ্রী, চিকিৎসা, সেলাই মেশিন,শিক্ষা- বই, হাসপাতালে থাকা রোগীর রক্তের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা,চাল, ডাল, আটা, তেল, সাবান ও নগদ অর্থ প্রদান ও ধর্মীয় প্রতিষ্ঠান’সহ নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন তিনি।
এ বিষয়ে মোঃ হানিফ সরদার নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন সে অসহায় ও বিপদ গ্রস্ত মানুষের পাশে থাকেন। এই সহযোগিতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম। আমরা চাই, সমাজের অন্যরাও এই পালক মন্ডলের মতো মানবিক কাজে এগিয়ে আসুক।
এ বিষয়ে পালক মন্ডল বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষদের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। মানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এটাই আমার চাওয়া। আমি বিশ্বাস করি সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়া সম্ভব।
তাই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এটি মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে। এবং আমরা তরুণ সমাজ যদি সম্মিলিতভাবে এই কাজগুলো করি, তবে অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।