খুলনার খবর ||প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিন দিনের সফরে ২৫ জুলাই (শুক্রবার) খুলনা আসছেন।
তিনি ২৬ শে জুলাই শনিবার সকাল ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ২৬ শে জুলাই বিকেল সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, কর্নেল জিএস, ডিজিএফআই, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।