খুলনার খবর ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ইসলামই একমাত্র পথ, যা সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে।” তিনি বলেন, “জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
২০০১ সালে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার কথা স্মরণ করে অধ্যাপক পরওয়ার বলেন, “হিন্দু-মুসলিম নির্বিশেষে এই জনপদের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন।
আমি সেই আমানতের মর্যাদা রক্ষায় কাজ করেছি—স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানসহ ৫০০ কোটি টাকার উন্নয়ন করেছিলাম।”
তিনি বলেন, “বিল ডাকাতিয়া এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে ১০টি পাম্প এবং ২টি হেভিওয়েট পাম্প ব্যবস্থা করেছি।
ভবিষ্যতে নির্বাচিত হলে স্থায়ী পানি নিষ্কাশনের সমাধান করবো ইনশাআল্লাহ।”
সন্ধ্যার আরেক সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “ছাত্র-জনতার ঐক্যের মাধ্যমেই জুলাই বিপ্লব সফল হয়েছে। এই বিপ্লবে ২ হাজারেরও বেশি মানুষ রক্ত দিয়েছে, অনেকেই চোখ, হাত-পা হারিয়েছেন,তাদের আত্মত্যাগ জাতির গর্ব।”
তিনি এই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের ‘জাতীয় বীর’ মর্যাদা দেওয়ার দাবি জানান এবং বলেন, “এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে অধিকার আদায় করব।”
এদিকে সকালে ডুমুরিয়া সদরে জামায়াত কার্যালয়ে হিন্দু কমিটির মতবিনিময় সভায় অধ্যাপক পরওয়ার বলেন, “আমি চাই ‘সংখ্যাগুরু’ বা ‘সংখ্যালঘু’ শব্দের কবর রচনা হোক। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশি।”
তিনি আরও বলেন, “সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে—এটাই ইসলামের শিক্ষা। ধর্ম কাউকে হিংসা বা প্রতিহিংসা শেখায় না, বরং পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তোলে।”
বরুনা বাজারের পথসভায় তিনি বলেন, “চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের মুক্ত একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই। রাসূল (সা.)-এর আদর্শ অনুযায়ী একটি নিরাপদ সমাজ কায়েমই জামায়াতের লক্ষ্য।”
সভাগুলোতে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি ইউসুফ ফকিরসহ ডুমুরিয়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন ডা. হরিদাস মন্ডল, কৃষ্ণ নন্দী, দেব প্রসাদ মন্ডল, ও প্রদীপ কুমার সরকারসহ অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।