খুলনার খবর ||খুলনা ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় জুলাই ৩৬ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মহুতি দানকারীদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর শান্তিধাম মোড়ের মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন সময়োপযোগী ও মানবিক একটি পদক্ষেপ।
বিনামূল্যে রক্তদানের মাধ্যমে বহু অসহায় মানুষের জীবন রক্ষা পায়। মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদ মোঃ ইফতেখার আলী বাবু অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় কেএমপির অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সহ-সভাপতি মোঃ ফখরুল আলম-সহ ক্লাবের বিভিন্ন পদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।