অদিতি সাহা, খুলনার খবর ||খুলনার বড় মির্জপুর এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে রহমান ছাতা কারখানা । সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, পুড়ে গেছে দুটি বিল্ডিং এর পাঁচটি তলা/ ফ্লোর।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার সামসুর রহমান রোডের পাঁচতলা বিল্ডিং এর তিন তলায় রহমান ছাতা কম্পানীর কারখানায় আগুন লাগে।
স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো পাঁচটি ইউনিট আসে।
রাত সাড়ে তিনটার দিকে আরো একটি ইউনিট যোগ হয়।
ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন রাত পৌনে পাঁচটার দিকে জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে।
আগুনে সামছুর রহমান রোডের দুটো বিল্ডিং পাঁচটি তলা পুরে গেছে। প্রথম পাঁচ তলা বিল্ডিংটির তিন তলা ও চার তলা পুড়ে গেছে। পাশে দ্বিতীয় আর একটি পাঁচতলা বিল্ডিং এর তিন, চার ও পাঁচতলা পুড়ে গেছে। এখানে রহমান ছাতা কম্পানীর কারখানা ও গুদাম ছিলো। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এই কর্মকর্তা আরো বলেন, বিল্ডিংটিতে যাতায়াতের পথ পর্যাপ্ত না থাকায় আগুন নেভাতে অন্যবাড়ীর টিনে ও ছাদে উঠে পানি দিতে হয়েছে, এ কারনে সময় বেশী লেগেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, এখনও অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায় নি। কোন হতাহতর খবরও পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন মশার কয়েল অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এলাকাটি ঘনবসতিপূর্ন এলাকা হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।