মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || প্রিয় মুখের ভীড়ে,মাতি প্রাণের উল্লাসে। ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি,প্রীতিতে স্মৃতি অটুট রাখি’স্লোগানে আনন্দ,উৎসাহ উদ্দীপনায় খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে উৎসব মূখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনী মিলনমেলা উদ্বোধনের আগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সোনাদানা বাজার মেইন রোড প্রদিক্ষন করে মাঠে গিয়ে শেষ হয়।
এসময় বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক বৃন্দ, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক,প্রাক্তন ও বর্তমান ৬শ’ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ছবি ও সেলফি তোলা,স্মৃতিচারণ আড্ডা মিলনমেলায় পরিণত হয়।
পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের দিন সকাল সকাল বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে,যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বিদ্যালয়ের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোনাদানা ইউপি সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হকের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রথম পর্বে বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসরাফিল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
১৯৮২ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান মিলে ৬শ ছাত্র-ছাত্রী এ পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব বিপ্লব গোলদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল,সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এ্যাড একরামুল হক,বিএনপি নেতা আমিনুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী,প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডলসহ বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল- বিদায়ী সকল শিক্ষকদের সম্মাননা স্মারক,ক্রেস্ট ও উপহার প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান,শোভাযাত্রা, প্রীতিভোজ প্রভৃতি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।