মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে (২০২৪-২০২৫) অর্থ বছরের উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাবিবউল্লাহ।
১৯৮২ সালের আত্মপ্রকাশ করা দেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জে রয়েছে ১৮৩ টি গ্রাম, ৪৩৮ বর্গমাইলের এ উপজেলায় রয়েছে বিস্তীর্ন গ্রামীণ জনপদ।
গত কয়েকদিন ধরে উপজেলার দাপ্তরিক কাজের ফাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উপজেলার সেসব গ্রামীণ জনপদের বিভিন্ন ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের মান সন্তোষজনক না হলে বিল বন্ধ রাখছেন উপজেলার এই নির্বাহী কর্মকর্তা।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ হাবিবউল্লাহ যোগদানের পর থেকেই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ পরিদর্শন করে বিল প্রদান করেন। উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দিচ্ছেন।
স্হানীয়রা বলছেন বিগত কয়েক বছরের তুলনায় এবার গ্রামীণ জনপদের উন্নয়ন দৃশ্যমান হয়েছে ,প্রতিটি প্রকল্পের কাজ তদারকি হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাবিবউল্লাহকে উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করতে দেখা যাচ্ছে।
সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা পিআইসিকে বিল প্রদান করা হবে বলেও জানান তিনি।
প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। তার এই কাজের প্রসংশা করে স্হানীয় জনসাধারণ তাকে সাধুবাদ জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।