মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি ||যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ফেনসিডিল জব্দ করেছে খুলনা বিভাগীয় গোয়েন্দা পুলিশ। এ সময় তিনজন কে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে প্রথম অভিযান চালানো হয় যশোর কেশবপুর উপজেলার সানতলা গ্রামে।
এ সময় শওকত গাজীর ছেলে মাদক ব্যবসায়ী আবু রাহেনের বসতঘর থেকে ৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে আবু রাহেনের দেওয়া তথ্যমতে মনিরামপুর উপজেলার মনোহর পুর গ্রামে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ মনোহর পুরে মৃত সফর গাজীর ছেলে সাগর গাজী (২৮) এবং শ্যামল বৈরাগীর ছেলে রাজু বৈরাগীর (২৫) বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪৬ বোতল বিদেশি মদ ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলী যশোর মনিরামপুর থানায় এবং উপপরিদর্শক (গোয়েন্দা) জামাল হোসেন কেশবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে সনজিত কুন্ডু নামে একজনকে পলাতক আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খুলনা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।