মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে উৎসব মূখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণমিলনী উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল, বর্নাঢ্য র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বিদ্যালয়ের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোনাদানা ইউপি সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হকের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম পর্বে বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
১৯৮২ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। পূণমিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। এ বিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মজীবন পার করছেন সেসব গুনি সাবেক শিক্ষার্থীরা পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরনা মুলক বক্তব্য দেন বক্তারা। সাবেক ও বর্তমান মিলে ৬শ ছাত্র-ছাত্রী এ পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল,সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এ্যাড একরামুল হক,বিএনপি নেতা আমিনুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডলসহ বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষকদের সম্মাননা স্মারক দুপুরে নানা ধরনের খেলাধুলা,সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।