আরিফুল ইসলাম রিয়াজ || সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক আনিছুর রহমান-এর সঞ্চালনায় পরামর্শ সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন তিনি বলেন,”একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু সময়ের সাক্ষী নয়, এটি একটি জাতির জ্ঞান ও মূল্যবোধের ধারাবাহিক অগ্রগতির প্রতীক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস,প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, প্রাক্তন ছাত্র কাজী হুমায়ুন কবির ডাবলু, প্রাক্তন ছাত্র ও সহকারি শিক্ষক কাজী সাইফুল্লাহ, ইমরুল কায়েস নয়ন,অ্যাডভোকেট কাজী শাহনাজ, কাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পি.কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস,শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক অনাথ বন্ধু, কাজী ওয়ালিদ মাহমুদ শান্ত, কাজী শরিফুল ইসলাম, কাজী তৌহিদ হাসান এবং দীপঙ্কর সরদার সহ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক আয়োজন ও প্রকাশনা কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে।শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এ আয়োজন বিদ্যালয়টির শত বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।