মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এবং যশোর জেলা মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন।
তিনি একইসঙ্গে লিটন ট্রাভেলসের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।অন্যদিকে, কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বিশ্বাস রানু।নতুন এই নেতৃত্বের মাধ্যমে খুলনা বিভাগের পরিবহন খাতে শৃঙ্খলা, ঐক্য এবং সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সামাজিক মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।