এস.এম.শামীম দিঘলিয়া || দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম ৩ নং ওয়ার্ড এলাকায়
শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখ (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার ( ২৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৃহবধূর পিতা বাদী হয়ে দিঘলিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুত্রবধূ বলেন রাজিবের সাথে প্রেমের সম্পর্ক ধরে কোর্ট ম্যারেজ করা হয়। প্রথমে মেয়ের পরিবার থেকে মেনে নিতে অস্বীকৃতি জানায়, বিবাহের তিন মাস সংসার সুখেই যাচ্ছিল।
৩ মাস পর শুরু হয় শ্বশুরের কুপ্রস্তাব যখন স্বামী বাহিরে কৃষি কাজে যায় সেই সুযোগে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর আজিজুল শেখ। গৃহবধূ বলেন হঠাৎ একদিন রাজিব কে ননদের বাড়িতে তিন দিনের জন্য পাঠিয়ে দেয় শশুর সেই সুযোগে শশুর ঘুমের ট্যাবলেট সুকৌশলে পুত্রবধূকে খাওয়ানো হয় এবং শারীরিক চাহিদা পূরণ করেন।
এ বিষয়টি স্বামীকে জানালে বলে আব্বা যা বলবে তুই তাই করবি এ সমস্ত বিষয় কাউকে বলতে নিষেধ করে কাউকে বললে জীবন শেষ করে দিবে। দীর্ঘদিন যাবত শশুর জোরপূর্বক শারীরিক নির্যাতন করে আসছে। শুক্রবার (২৫ জুলাই) ছেলেকে জুমার নামাজে মসজিদে পাঠিয়ে শশুর পুত্র বধুকে সময় দিতে বলে পুত্রবধূ রাজি না হলে সাথে সাথে নির্যাতন নেমে আসে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ও নাকের উপর আঘাত করে। গৃহবধূ নির্যাতনের কথা এলাকায় ছড়িয়ে পড়লে পুত্রবধুর নানা মামা খালা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। ঘটনার পর ওই গৃহবধূ তার নানি, খালাকে খুলে বলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।