মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “রাখে আল্লাহ, মারে কে” এই চিরন্তন প্রবাদ যেন হুবহু সত্যি হয়ে ধরা দিল খুলনার পাইকগাছায়। মেইন রোডের এক কোণে, হিরো শোরুমের বিপরীতে এস এম সাউন্ড দোকানের সিঁড়িতে হঠাৎ ভেসে এলো এক তরুণীর চিৎকার। প্রথমে সবাই ভয় পায়, পরে দেখা যায় চিৎকারটি এক নতুন জীবনের আগমনের।
এক মানসিক ভারসাম্যহীন নারী, যার পরিচয় জানা নেই কারও, রাস্তার উপরেই প্রসব করলেন একটি ফুটফুটে কন্যাশিশু। কারও সাহায্য ছাড়াই জন্ম হলো ২.৬ কেজি ওজনের সেই নিষ্পাপ প্রাণের। মা হয়েও তিনি জানেন না, তার সন্তান কে। আর সন্তানটি জন্ম নিয়েই পেল না বাবার পরিচয়।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী লাবণ্য লাবু। সঙ্গে যোগ দেন গ্রাম্য চিকিৎসক আব্দুল হালিমসহ স্থানীয়রা। তাদের দ্রুততায় নবজাতক ও প্রসূতিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন দুজনেই সুস্থ ও নিরাপদ আছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ এবং নার্স রেহানা পারভীন ও হামিদা খাতুন বলেন, মা ও শিশু উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রসবের কিছুক্ষণ পর দেখা যায়,পাগলী মা শিশুটিকে অস্বাভাবিকভাবে চেপে ধরছেন। নিরাপত্তার স্বার্থে মা ও সন্তানকে আপাতত আলাদা রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই ঘটনা ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,“আমরা প্রথমেই মেয়েটির পরিচয় জানার চেষ্টা করছি। যদি সেটা সম্ভব না হয়,তাহলে সরকারি ব্যবস্থায় শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন,সে লক্ষ্যে সমাজসেবা অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।