সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || আজ (২৯ জুলাই) মঙ্গলবার খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী মা মনসা দেবীর (অষ্টনাগের)পূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৮টার সময় তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অগত মায়ের ভক্ত বৃন্দ কাগদী সার্বজনীন দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে অষ্টনাগের পূজা অর্চনা করে ।
জানা যায়,সারা বছর বিভিন্ন উপজেলা থেকে সাপে দংশন করা রোগী তেরখাদা উপজেলার কাগদী গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব ওঝা কানাই লাল বালার নিকট এসে সুস্থ হয়ে থাকে । বিনিময়ে শ্রী শ্রী মনসা দেবীর পূজা-অর্চনার জন্য সামান্য কিছু অর্থ সাহায্য করে থাকে সকল সাপে দংশন করা রোগীরা।প্রতি বছর শত শত সাপে দংশন করা রোগীরা এসে ভীড় জমায় কানাই লাল বালার বাড়িতে ।
শ্রী শ্রী মা মনসার আশীর্বাদ পুষ্ট কানাই লাল বালা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় শত শত ভক্ত বৃন্দদের সঙ্গে নিয়ে এ বছরেও আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে ও আড়ম্বর পরিবেশে দিন ব্যাপী শ্রী শ্রী মা মনসা দেবী (অষ্টনাগের) পূজায় অনুষ্ঠিত হয় । অষ্টনাগের পূজা পুরোহিত্ব করে ওঝা কানাই লাল বালা ও গোসাই রঞ্জিত মন্ডল।
শ্রী শ্রী মনসা দেবী (অষ্টনাগের) পূজা-অর্চনায় সভাপতিত্ব করেন বলাই লাল বালা।এসময় উপস্থিত ছিলেন ও মায়ের ভক্ত বৃন্দদের সম্মুখে সংক্ষিপ্ত ধর্মীয় বক্তব্য রাখেন হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের আবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি মন্ডল পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন,বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাইন,পলাশ বিশ্বাস,টুটুল বালা,বিশ্বজিৎ বালা,তুষার চিন্তাপাত্র,দিপক মন্ডল সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।