1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়াড়ী শ্রমিকলীগ নেতা স্বপ্নীল গ্রেফতার খুবি শিক্ষকের ওপর হামলা, গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র করছে: বক্তারা খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত ডা. জুবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি ৫ ই মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : মঞ্জু পতিত সরকার খুলনা শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন’ খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দল নেত্রীকে মারপিট বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফকিরহাটে শ্রমিক সমাবেশ যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত যশোরে রামনগর এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আক্রমণের উপসর্গ অনুসন্ধান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও সমাবেশ মহান মে দিবস উপলক্ষে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজিত র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস পালন ও শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মাওঃ আব্দুল আউয়াল কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক খুলনায় নানান আয়োজনে মহান মে দিবস পালিত খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলাতে সীমানা জটিলতায় এক যুগ ধরে হয়না নির্বাচন,১১ বছর আগে নির্বাচিতরাই চালাচ্ছেন পরিষদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৫ বার শেয়ার হয়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// নির্বাচন হয়েছিল ২০১১ সালে। এরপর আর কোনো নির্বাচন হয়নি।দীর্ঘ ১১ বছর আগে নির্বাচিত হয়েই ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন চেয়ারম্যানরা। প্রায় এক যুগ ধরে একই চেয়ারে বসে তাদের কর্ম সম্পাদন করে চলেছেন। তবে সীমানা জটিলতার কারণকে দায়ী করছেন চেয়ারম্যানরা।

জানা গেছে, সীমানাসংক্রান্ত জটিলতার মামলার কারণে লক্ষ্মীপুরের আটটি ইউনিয়ন পরিষদ ১১ বছর ও একটিতে ছয় বছর ধরে নির্বাচন হচ্ছে না। এসব ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছেন আগের নির্বাচিত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরা। দীর্ঘ সময়ে নির্বাচন না হওয়ায় এসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা নাগরিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছেন বলেও অভিযোগ উঠেছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, নির্বাচন না হওয়া ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদ, দালাল বাজার ইউনিয়ন পরিষদ, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ, বাংগাখাঁ ইউনিয়ন পরিষদ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ এবং কমলনগরের তিন ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে সাহেবের হাট, চরকালকিনি ও পাটওয়ারী হাট ইউনিয়ন পরিষদ।

সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সর্বশেষ নির্বাচন হয়। এছাড়া অন্য আটটি ইউপিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করেছেন। আবার কোনোটিতে জনপ্রতিনিধির মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো পরিষদে আসেন না। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ নাগরিককে।

৩নং দালাল বাজার ইউপির বাসিন্দা আবদুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা দায়িত্ব পালন করায় তাদের জবাবদিহির সুযোগ কম থাকছে। ফলে এসব এলাকার নাগরিকরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না। হয়রানির শিকার হন সেবা গ্রহীতারা।

৬নং বাংগাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে এতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।

৪নং চররুহিতা ইউপির বাসিন্দা মো. ফারুক বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্মনিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব কিংবা দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো সরকারি সহায়তা থেকেও আমরা বঞ্চিত হই।

দালাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, আমরাও নির্বাচন চাই। নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই।

৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় আমরা নিজেরাও বিরক্তবোধ করছি। সীমানা জটিলতার মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন হওয়া অসম্ভব। তবে নির্বাচন না হলেও কোনো মানুষ ভোগান্তিতে নেই।

কোনো কোনো স্থানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের চেয়ার ধরে রাখতে মামলা করে জটিলতা বাড়িয়েছেন। এজন্য সরকারকেই মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। নির্বাচন না হওয়ায় নাগরিকরা অধিকার বঞ্চিত হচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।