এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || দিঘলিয়া উপজেলার ৩নং সদর ইউনিয়ন এর ব্রহ্মগতী ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা এশারত মোড়ল ও বিল্লাল মোড়ল এর পৈত্রিক সূত্রে থাকা ২৮ শতক জমির মধ্যে থেকে ২৬ শতক জমি পার্শ্ববর্তী জৈনিক রাশি শেখ এর নিকট বিক্রি করে।
সুত্রে জানা যায় ব্রহ্মগতি মৌজার ৪১৩২ দাগের মধ্যে থাকা ২৮ শতক জমির মধ্যে ২৬ শতক জমি বিক্রি করে কিন্তু ক্রেতা রাশি শেখ উক্ত ২৮ শতক জমি ধরেই ভোগ দখলে রয়েছে এমনকি অন্য একটি দাগের থেকেও ১ শতক ১১ পয়েন্ট উক্ত রাশি ভোগ দখলে রয়েছে।
এবিষয়ে জমির মূল মালিক এশারত আলী মোড়ল ও বিল্লাল মোড়ল তাদের বাকি অংশ জমি ফেরত চাইলে বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করে আসছে। ক্রেতা এবিষয়ে কয়েক বার গ্রাম্য সালিশির মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমিন নিয়ে জমি মাপ ঝোপের মধ্যে দিয়ে জানতে পারে উক্ত জমি ক্রেতার মধ্যে ২৬ শতক এর বেশি রয়েছে।
বিষয়টি সালিশির মধ্যে দিয়ে মিমাংসার চেষ্টা করলে ক্রেতা বিভিন্ন অজুহাতে সময় নিয়ে ও এশারত আলী মোড়ল ও বিল্লাল মোড়লদের তাদের প্রাপ্য জমি ফেরত দেয়নি দীর্ঘদিন পার হয়ে গেল গত শুক্রবার আমিন এর মাপ পদ্ধতিতে পাওয়া জমির অংশ এশারত আলী মোড়ল এর পুত্র ইমদাদুল মোড়ল ঘেরাও দিতে গেলে সেখানে তাকে পুলিশ ডেকে এনে বাঁধা প্রদান করে।
ক্রেতা রাশি শেখ এর কন্যা স্বর্ণা বেগম উক্ত এলাকা থেকে আরো জানা যায় ক্রেতা একজন বিদেশ প্রবাসী হওয়ায় অনেকেই মুখ খুলতে চাইছে না,একপর্যায়ে এশারত আলী মোড়ল এর পুত্র ইমদাদুল মোড়ল সাংবাদিক দের সামনে তাদের ঘটনার বিবরণ ও কাগজ পত্র দেখিয়ে আইনগতভাবে সুস্থ সমাধানের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।