1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাইকগাছায় নির্বাচনী প্রচারনার প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ঝিকরগাছার ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামারের পকেট ভর্তি করতে একদিনে ৩টি ট্রেনিং রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ পানি নিশ্চিত করনে ইপিআরসি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত  কেএমপি’র অভিযানে ০২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৮ লোহাগড়ায় বিয়ের ৫ মাস না পেরোতেই দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন কেশবপুরে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি  দমন কমিশন কর্তৃক বরাদ্দকৃত অর্থ বিতরণ  পাইকগাছায় বিশ্ব “মা” দিবস পালিত পাইকগাছায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ,২৯ মে ভোট অনুষ্ঠিত মোংলায় পাওনা টাকা চাইতে গেলে মারধর – থানায় অভিযোগ নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা ডুমুরিয়ায় নিসচা’র লিফলেট বিতরণ উপজেলা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আনোয়ার ইকবাল মন্টু খুলনার বটিয়াঘাটা উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৪ শুরু লোহাগড়ায় ঝুলন্ত অবস্থায় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মায়ের লাশ উদ্ধার লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু  বেনাপোলে আধুনিক সেবা অনলাইন ‘পোর্ট ট্যাক্স’ কার্য‍্যক্রমের শুভ উদ্বোধন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন-এমপি আজিজুল ইসলাম কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত  এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

ঝিকরগাছার পল্লীতে তুচ্ছ ঘটনায় আহত ২ ; নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় বাদীর পরিবার

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || যশোরের ঝিকরগাছার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত হওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভুগছে বাদির অসহায় পরিবার। আহতরা হলেন উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী পূর্বপাড়া গ্রামে আশরাফুল আলম চাতক (৩০) ও তার স্ত্রী সাজেদা বেগম (২৫)। ঘটনার বিষয়ে চাতকের মাতা জাহানারা বেগম (৪৫) বাদি হয়ে ৪জনকে আসামী করে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন একই গ্রামের মৃত রেফেজ দফাদারের ছেলে আবু সাদ (৫০), আবু সাদের স্ত্রী লিলিমা বেগম (৪৫),আবু সাদের ছেলে ইসমাইল হোসেন বাপ্পী (৩০) ও ইব্রাহীম চাপ্পি (২৮)।
থানার মামলা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা নিকটতম আত্মীয়। বিবাদীরা খুবই খারাপ ও উশৃংখল প্রকৃতির লোক। বাদির বসতবাড়ির পূর্ব পাশে একটি আতাগাছ রয়েছে। আতাগাছ নিয়ে বিবাদীগণ বাদীর পরিবারের সাথে বিভিন্ন সময় ঝগড়াঝাটি ও মারপিঠ করার হুমকি দেয়। যার কারণে শনিবার (০৭ অক্টোবর) অনুমান বিকাল সাড়ে ৫টার সময় ১ ও ২ নং বিবাদীরা বাদির বাড়ির সামনে এসে তার বৌমাকে আতাগাছটি কেটে নিতে বলে। তখন তার বৌমা ২নং বিবাদীর নিকট কারণ চাইলে ১ও ২নং বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে।

তখন বাদির ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে নিষেধ করলে আসামীগণ একত্রে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে অনধিকারবলে প্রবেশ করে ৩নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে বাদির ছেলের মাথার উপরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে ৪নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ মারে।যার কারণে বাদির ছেলের মাথার বাম পাশে মাথাকাটা রক্তাক্ত জখম হলে ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা বাদির ছেলেকে এলোপাতাড়ি মারপিঠ করতে থাকে। তখন বাদির বৌমা ঠেকাতে গেলে ১নং বিবাদী বাদির বৌমাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দোবাইয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। এছাড়াও ৩নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়ে বৌমার মাথার ডান পাশে কোপ মারলে মাথাকাটা রক্তাক্ত জখম হয়। মারপিঠের একপর্যায়ে ৩ ও ৪নং বিবাদীরা বাদির বৌমার শরীরের কাপড়-চোপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। বর্তমানে বাদির ছেলে ও বৌমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩, তাং ০৮/১০/২০২৩ইং।

ঘটনা সম্পর্কে বাদির বৌমা সাজেদা বেগম জানান,আমি একজন অসহায় নারী বলে বিবাদীরা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করে মাথায় দা দিয়ে কোপ মেরেছে, শরীরের কামড় দিয়েছে এবং আমাকে কাপড়-চোপড় ছিড়ে শ্লীলতাহানী করেছে। বিবাদীরা বিজ্ঞ আদালত থেকে জামিনে এসে আমাদের উপর আরও চড়াও হয়ে গেছে। বর্তমানে আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। না জানি কখন আবারও তারা আমাদের উপর আবারও হামলা করে। আমার কি করবো ভেবে পাচ্ছি না। আমি আপনাদের দ্বারা আমাদের উপর ঘটে যাওয়া ঘটনার সঠিক বিচার চাই।

মামলার ১নং বিবাদী আবু সাদ বলেন,আতাগাছের ডাল কাটা নিয়ে মারামারির একপর্যায়ে আমার বড় ছেলে আমার ভাইপোকে ইট দিয়ে ও তার বৌকে কাচি দিয়ে মারার পরে মাথা কেটে যায়। বর্তমানে আমরা সবাই জামিনে আছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিওরদাহ ফাড়ির আইসি দেবব্রত কুমার ঘোষ বলেন,থানায় মামলার বিষয়ে একজন আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।। আর অপর আসামীদেরকে আটকের পূর্বেই তারা বিজ্ঞ আদালতের ৩টি রিকল জমা দিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন,আশিংড়ী গ্রামে একটি মারামারির বিষয়ে মামলা হয়েছে। একজন আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কর্যক্রম চলমান রয়েছে। কর্যক্রম পরিশেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।