খুলনা ব্যুরো || টিআর-কাবিটা প্রকল্পের কাজে নয়-ছয় করে অর্থ আত্মসাত, এলজি এসপি প্রকল্প, হাট বাজার, উন্নয়ন তহবিল, উপজেলা পরিষদের বরাদ্দ, গভীর নলকূপের বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কর্মসৃজন প্রকল্পসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাতকারী দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বারাকপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিল বারাকপুরের প্রধান প্রধান সড়ক হয়ে ইউনিয়নের সামনে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মুক্তার শেখ, বিল্লাল হোসেন, মনিরুল গাজী, টুটুল শেখ, ছালাম শেখ,মুস্তাক শেখ, মামুন ফারাজী, ইমামুল সরদার রাজু, সরদার জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম,কালাম ফারাজী, সবুজ শেখ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।