মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ইফতারী প্রদান উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় রাড়লী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণসহ তার মা, ও স্ত্রী আহত হয়েছে। উপজেলার শ্রীকন্ঠপুর উত্তর পাড়া মুহাম্মাদিয়া জামে মসজিদের সামনে বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রাড়ুলী ইউপির ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও নজরুল মোড়লের ছেলে আজমীর মোড়ল (৩৮) জানান, মসজিদে শ্রীকন্ঠপুর যুব সংঘের উদ্যেগে ইফতারী প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় প্রতিপক্ষ একই এলাকার আশরাফুল মিস্ত্রী (৩৫) এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগদের সহায়তা নিয়ে আজমীরকে মারপিট করে।
এ সময় তার মা মর্জিনা বেগম (৫৫), স্ত্রী আছিয়া বেগম ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে। এমনকি আবারও তাদের মারপিট করবে বলে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় হুমকি দিয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আশরাফুলরা জানান, তাদেরকেও মারপিট করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।