1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইন লাইনচ্যুত ! রেল চলাচল বন্ধ নানা আয়োজনে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির বার্ষিক পুনর্মিলন ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’ যশোরে রাজপথে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম দিঘলিয়ায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত মাদক প্রতিরোধে খুলনা মহানগর বিএনপির ৪দিনের কর্মসুচি ঘোষনা আ.লীগ নিষিদ্ধের দাবিতে নগরীর শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি গভীর রাতে শিবির সভাপতির পোস্ট; বললেন, জুলাইকে হারতে দেব না চতুর্থ দফায় বাড়লো সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অসহনীয় তাপপ্রবাহ! বয়ে চলেছে ৪৫ জেলায় জুলাই চলবে’, যমুনার পথে – সারজিস আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হতে হবে – নাহিদ ইসলাম দৌলতপুরে অগ্নিকান্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল আ. লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত কেউ যমুনার সামনে থেকে ওঠবে না আওয়ামীলীগ নিষিদ্ধের সম্ভাবনা জানিয়ে যে বার্তা দিলেন-আসিফ নজরুল নি ষি দ্ধ হতে যাচ্ছে আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ , খুলনায় পত্রিকা অফিসে আগুন আ’লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী – হাসনাতের

ঈদে বাসা-বাড়ি, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের নিরাপত্তায় – কেএমপির সতর্কতামূলক নির্দেশনা

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ঈদে খুলনা মহানগরীতে বাসা-বাড়ি, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের নিরাপত্তায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় : পবিত্র ঈদুল ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের সার্বিক নিরাপত্তায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কেএমপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করা গেলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ দমনে অধিকতর সফল হওয়া সম্ভব। কেএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ঈদে বাসা-বাড়ি, ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো:-

বাসা-বাড়ির নিরাপত্তায় করণীয় : (ক) বাসা-বাড়ি, এ্যাপার্টমেন্টের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা রক্ষীদেরকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত লোক যাতে প্রতারণার মাধ্যমে তাকে ম্যানেজ করে বাসা-বাড়িতে প্রবেশের সুযোগ না পায়, সেজন্য তদারকির ব্যবস্থা নিতে হবে।

(খ) বাসা-বাড়ি ত্যাগের পূর্বে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করি। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করি। দরজা-জানালা দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করি। (গ) বাসা-বাড়িতে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করি এবং স্থাপিত সিসি ক্যামেরাসমূহ সচল থাকার বিষয়টি নিশ্চিত করি। (ঘ) বাসা-বাড়ির মূল দরজায়/ ফটকে অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করি। (ঙ) রাতে বাসা-বাড়ির চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করি। (চ) অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকট আত্মীয়ের হেফাজতে রাখি। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিই।

(ছ) বাসা-বাড়ি ত্যাগের পূর্বে যে সকল প্রতিবেশী/ পাশের ফ্ল্যাটের অধিবাসী খুলনায় অবস্থান করবেন তাদেরকে বাসা/বাড়ির প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করি এবং ফোনে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। (জ) ভাড়াটিয়াগণকে পূর্বেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করি। (ঝ) অনুমতি ব্যতীত কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাসা-বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করি। (ঞ) বাসা-বাড়ি ত্যাগের পূর্বে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ রাখি। (ট) বাসা-বাড়িতে গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখি।

(ঠ) বাসার জানালা/ দরজার পাশে কোন গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলি, যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় অনুপ্রবেশ করতে না পারে। (ড) বাসা-বাড়ির সামনে সন্দেহজনক/ দুকৃতকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করি। (ঢ) বাসা-বাড়িতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করি।
(ণ) ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ইন্টারনেট বা ডিস লাইন সংযোগকারী ইত্যাদি ছদ্মবেশে বাসা-বাড়িতে প্রবেশ করে চুরি, ডাকাতি সংঘটিত করতে পারে।

(ত) প্রতারকরা কাঁসা বা পিতলকে মোডিফাই করে স্বর্ণের বার বলে কৌশলে বিক্রি করে থাকে। তাদের থেকে সাবধানে থাকি। (থ) বিদেশী মুদ্রার লোভনীয় রেট শুনে প্রতারিত না হই। মনে রাখবেন লোভ ও সরলতা আপনাকে নিঃস্ব করে দিতে পারে। (দ) স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার কথা বলে প্রতারণা করতে পারে। (ধ) জাল মুদ্রা বিনিময় করে প্রতারণা করতে পারে।
জুয়েলারি দোকান/ বিপণি বিতান/ ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের নিরাপত্তায় করণীয় : (ক) জুয়েলারি/ বিপণি বিতান/ ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করি।

(খ) প্রতিষ্ঠান ত্যাগের পূর্বে দরজা-শার্টার সঠিকভাবে তালাবদ্ধ করি। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-শার্টার দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করি। (গ) ব্যাংক, বীমা বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি বিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করি এবং স্থাপিত সিসি ক্যামেরাসমূহ সচল রাখার বিষয়টি নিশ্চিত করি। (ঘ) ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের মূল দরজা/ ফটকে অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করি। (ঙ) রাতে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করি।
(চ) ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের সামনে সন্দেহজনক কাউকে/ দুস্কৃতকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করি।

(ছ) ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিপণি বিতানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করি।
ঈদ উপলক্ষে পরিবহনে যাতায়াতে করণীয় : (ক) বাস/ ট্রেন বা অন্য কোন পরিবহনে অতিরিক্ত যাত্রী হিসাবে উঠবো না। (খ) রাস্তায় অপরিচিত কারো দেওয়া খাবার/ পানীয় গ্রহণ করবো না।
(গ) বাস/ মাইক্রোবাস/ কারে উঠার পূর্বে ড্রাইভারের নাম, মোবাইল নম্বর এবং গাড়ির নম্বর সংগ্রহ করে নিকটজনের কাছে দিয়ে রাখি। (ঘ) এসময় অতিরিক্ত টাকা-পয়সা বা স্বর্ণালঙ্কার বহন না করি। (ঙ) মাইক্রোবাস/ কারে অপরিচিত কারো সাথে শেয়ারে যাত্রী না হই। (চ) মাইক্রোবাস/ কার ভাড়া করার পূর্বে পরিচিত না হলে ভালো করে জেনে শুনে সিদ্ধান্ত গ্রহণ করি। (ছ) যাতে অজ্ঞান পার্টির খপ্পরে না পড়ি সেজন্য অপরিচিত লোকজনকে এড়িয়ে চলি। (জ) পকেটমার/ ছিনতাইকারীদের থেকে সতর্ক থাকি। (ঝ) পরিবহনের কতিপয় অসাধু লোকজন তাদের স্ব স্ব গাড়িতে নেওয়ার জন্য ল্যাগেজ/ব্যাগ টানাটানি করে, অথবা তাতে ল্যাগেজ/ব্যাগ খোয়া যাওয়ার সম্ভবনা থাকে। তাদের থেকে সাবধানে থাকি।

জরুরী প্রয়োজনে পুলিশী সহায়তার জন্য যোগাযোগের নম্বরসমূহ: কেএমপি কন্ট্রোল রুম: ১৩২০-০৬০৯৯৮ এবং ৯৯৯।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।