অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||প্রতি বছরের ন্যায়ে এবারও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে মোংলায় সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের এই ইফতার করান সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’সহ প্রেস ক্লাবের সদস্যরা। প্রেস ক্লাব উন্নয়নেও তার অবদানের কথা স্বীকার করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের তার ভূয়সী প্রশংসা করেন।
পরবর্তীতে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মোংলায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ কাজের প্রশাংসা করে বলেন, সুন্দরবন রক্ষায় সাহসী ও নিরপেক্ষ সংবাদ করায় সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমাদের পাশেই সুন্দরবন, যা বাংলাদেশ’সহ বিশ্বের সম্পদ। এই বনকে সুরক্ষার করার দায়িত্ব সবার। কারণ প্রাকৃতিক দূর্যোগে এই বন নিজেকে বিলিয়ে দিয়ে সবাইকে বড় ধরনের ক্ষতির মুখ থেকে রক্ষা করছে।
সুন্দরবন আল্লাহর বড় এক নেয়ামত উল্লেখ করে মানবতার এই ফেরিওয়ালা আরও বলেন, কিছু দুষ্কৃতকারীরা এই বনকে ধ্বংস করতে সুন্দরবনে আভ্যন্তরে বিষ দিয়ে মাছ এবং বাঘ ও হরিণ শিকার করে চলছে। এসব অপকর্ম ঠেকাতে মিডিয়া বন্ধুদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।
পরে সাংবাদিকদের সন্মানে তিনি উন্নতমানের ইফতার পরিবেশন করান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।