মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি||বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮ জনঈদের রাতে সাতক্ষীরার তেঁতুলিয়া বাজারের পাশে কয়েজন বন্ধুরা মিলে মদপান করে অসুস্থ হয়ে মারা গেলেন তিনজন।
এছাড়া হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন আছেন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।
(২ এপ্রিল) সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদপান করেন।স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নোমান হোসেন তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মদপান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এছাড়া অসুস্থ হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, এখানে মারা গেছেন একজন। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।