ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||৩রা এপ্রিল ২০২৫ সকলের রাজনৈতিক শিক্ষক প্রয়াত এম নূরুল ইসলাম দাদুভাই এর পরিবার, মরহুম কাজী সেকেন্দার আলী ডালিম, সরদার আতিউর রহমান, এস এম মোরশেদ আলম, অসুস্হ্য নেতা মাষ্টার শহীদুল আলম, মরহুম ক্যাপ্টেন সুলতান হোসেন খান, ৩০ নম্বর ওয়াডে’র মরহুম খোকন, মরহুম দুলাল ও লাবুর পরিবার,সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা সোহেল, যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাষ ও আটরার মরহুম রফিকুল, ২ নম্বর ওয়াডে’র মরহুম আশরাফ ঢালীর পরিবার ২২ নম্বর ওয়াডে’র ক্যান্সারে আক্রান্ত কবির হোসেন ও চোখের জটিল রোগে আক্রান্ত মুন্না, সিটি মেডিকেলে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত ২২নম্বর ওয়েড’ বিএনপির সাবেক সভাপতি তরিকুল্লা খান ও অসুস্হ্য মহিউদ্দিন টারজান,অসুস্হ হেদায়েতুল ইসলাম হেদু ।
সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মীর কায়সেদ আলী ও সমাজ সেবক শেখ ইকবাল হোসেন এর বাস ভবনে সাক্ষাত করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়াত পরিবারের অভাব অভিযোগ, অসুস্হ্যদের চিকিৎসা সহায়তা, সন্তানদের শিক্ষা ও আথি’ক অসচ্ছলতা এবং তাদের নিরাপত্তা বিষয়ে তথ্য সংগ্রহ করে ভবিস্যতে খুলনা মহানগরীর বিএনপি প্রতিষ্ঠাকালীন দল গঠন ও আন্দোলন সংগ্রমে ভূমিকা সাহসী ভূমিকা পালনকারী ত্যাগী বিএনপি নেতাকমী’দের পরিবারের সকল সদস্যের পাশে থাকার অন্গীকার ব্যাক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ ।
এসময় উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মন্জু, জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মাহবুব কায়সার,সাদিকুর রহমান সবুজ, নিজামুর রহমান লালু, কাজী সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম শুকুর,এইস এম সালেক, কাজী মাহবুব, জামিরুল ইসলাম,শামসুর রহমান, মনির ও খোকন ।
খালিশপুর দৌলতপুর ও খানজাহান আলী থানার বিএনপি ও অংগদলের অগনিত নেতাকমী’ এসময় উপস্হিত ছিলেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।