খুলনার খবর ||বৃহস্পতিবার খুলনা মহানগর সদর থানাধীন গফফার বিশ্বাসের পেট্রোল পাম্প এলাকা থেকে তনু (৩০) নামক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে মাহামুদুল হাসান তারিফ এর নেতৃত্বে আবির, সজীব, মেহেদী ও রনি সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন মিলে তুলে নেয় এবং গোয়ালখালি পানির টাংকির পিছনের রোডে, বিএল কলেজ নদীর পাড়ে এবং কৃষি কলেজের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে।
পরবর্তীতে তনুর মা রওশন আরার মোবাইলে অপহরণকারীদের 01766183293 নম্বর থেকে কল করে ছেলেকে ফেরত দেওয়ার বিনিময়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ এবং ছেলের মোটরসাইকেলের কাগজপত্র দাবি করা হয় । তারা ভিকটিমের মা-বাবাকে টাকা নিয়ে গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকায় আসতে বলে। ভিকটিমের পিতা মাতা গোয়ালখালি বাস স্ট্যান্ড এলাকায় এসে ফোন দিলে ধৃত আসামী মাহমুদুল হাসান তারিফ ভিকটিমের পিতা-মাতার সাথে কথা বলে এবং বিএল কলেজের মূল গেটের উল্টাদিকে নিয়ে যায় এবং অপেক্ষা করতে বলে।
পরবর্তীতে রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ সহ কিডন্যাপের সাথে জড়িত মাহামুদুল হাসান কে বিএল কলেজ গেট থেকে আটক করে। ভিকটিমকে দৌলতপুর থানাধীন ফুট ওভার ব্রিজের নিচে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। ভিকটিম ও ধৃত আসামী উভয় এখন ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায়, ভিকটিম তনু অতীতে মাদক বিক্রেতাদের একটা চালান আসামি সহ পুলিশকে ধরিয়ে দেয়। এজন্য কিডন্যাপাদের ১৫০,০০০ টাকা খরচ হয়েছিল । বিধায় তনুর কাছে ২০০০০০ টাকা আদায় করার জন্য এই পরিকল্পিতভাবে চাদা দাবি করে।
এ বিষয়ে খুলনা সদর থানাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।