মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি ||বয়স মানুষকে নতুন পরিস্থিতির সম্মুখীন করে আর সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারলেই মানুষ সফল হয়। আর তেমনি পরিস্থিতি মোকাবেলা করে সফল হলো স্পার্ক ২০০১ ব্যাচ।
১১তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ বার শিরোপা ঘরে তুলল তারা।শ্বাসরুদ্ধকর ম্যাচে স্ট্রম ২০১৭ ব্যাচকে এক রানে পরাজিত করে।
কোনো উপজেলার এটাই প্রথম ফ্লাডলাইটে খেলা। গ্যালারি ভরা হাজার হাজার দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ছিল না। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে কোনো অংশে কম ছিল না। ম্যাজিক্যাল একটা ম্যাচ। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে খেলার ফলাফলের জন্য। ছয় বলে স্ট্রম ২০১৭ এর দরকার জেতার জন্য ১০ রান। বলে আসেন ২০০১ ব্যাচের অফ স্পিনার মনজুরুল হাসান।
প্রথম বলে দেন শূন্য। দ্বিতিয় বলে ওভার বান্ডারি। তৃতীয় বলে আবার শূন্য, চতুর্থ বলে ২০১৭ এর ওপেনিং ব্যাটারকে সাজঘরে পাঠান। পঞ্চম ও ষষ্ঠ বলে এক রান করে দেন।
২০০১ সাল থেকে স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু। ১৮টি দল অংশগ্রহণ করে এবারের টুর্নামেন্টে। গত মঙ্গলবার (০১-০৪-২০২৫) শুরু হয় ১১ তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (০৪-০৪-২০২৫) রাতে ছিল ফাইনাল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্পার্ক ২০০১ ব্যাচ। নির্ধারিত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। পরে ব্যাট করতে নেমে স্ট্রম ২০১৭ ব্যাচ শেষ বল পর্যন্ত খেলে দুই উইকেটে ১৩৭ করে। এক রানে জয় পায় স্পার্ক ২০০১ ব্যাচ। ম্যান অফ দ্যা ম্যাচ ২০০১ ব্যাচের মনিরুজ্জামান মনি এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ২০১৭ ব্যাচের প্রীতম মন্ডল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক,কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ব্যবসায়ী নেতা জিএম শুকুরুজ্জামান, ৯৫ ব্যচের শিপলু, কামাল,রাসল, জাহিদুজ্জামান হ্যাপি, আসিফ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।