বেনাপোল প্রতিনিধি ||যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ৯ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (৭)ই এপ্রিল দুপুরে জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধান্যখোলা বিওপি কমান্ডার সুবেদার আব্দুল গনি মিয়া। তিনি আরো জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়, এ সময় তাদের কাছে কোন পাস পোর্ট বা ভিসা ছিল না।
আটককৃতরা হলেন, সাইদুল ইসলাম (২৭) মিলন মোল্লা (২৮) শিমুল হোসেন (৩২) করিমন বিবি (৫০) জান্নাত খাতুন (২৪ )বন্যা আক্তার (২২) বাচ্চা শিশু সোহাগী (২) হালিমা (৪ )মোছাম্মদ সোবাইফা( ৮)।
আটকৃত বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।