ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক এবং মিস্ত্রি দগ্ধ হয়েছে। মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজার এলাকার সুমন মটরস গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহত দু’জনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার জনৈক শুকুর আলীর ছেলে সুমন এবং গল্লামারী দরগা রোড এলাকার জনৈক মো. ওহিদুল মোল্লা ছেলে হৃদয়।
হাসপাতালের সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে সুমন গ্যারেজের সামনে ফাকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন তারা দু’জন।
এ সময়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রাম ফেটে যায়। শব্দ পেয়ে এলাকার মানুষ এদিক সেদিকে ছুটাছুটি করতে থাকে। এ সময়ে গ্যারেজের মালিক সুমন এবং তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হয়।
বিস্ফোরণে তাদের হাটুর নিচের অংশ দগ্ধ হয়। দুপুরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।