মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মটর শ্রমিক সঞ্চয় সমিতি ও মটর শ্রমিক সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে গদাইপুর মটর শ্রমিক সমিতি ও সংগঠনের উপদেষ্টা শেখ শাহিন হোসেন ডাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ উদ্বোধন করেন।
শ্রমিক নেতা আব্বাস আলী মোড়লের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সরোয়ার ইসলাম, সিদ্দিকুর রহমান, রাশেদুল ইসলাম, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আলমগীর ইসলাম,কালাম গাজী, আফজাল হোসেন, মনির হোসেন, নজরুল ইসলাম, আজাদ মোড়লসহ গদাইপুর মটর শ্রমিক সঞ্চয় সমিতি ও মটর শ্রমিক সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চাউল বিতরণের সময় শ্রমিক নেতারা বলেন, প্রথম পরিসরে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করলেও পরবর্তীতে সকলের সহযোগিতায় বৃহত্তর পরিসরে আরো বেশি পরিবারের মাঝে চাউলসহ বিভিন্ন সামগ্রী বিতরণের চেষ্টা করবো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।