ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনা কইয়া বাজার জেলের ডাঙ্গা টিয়া বুনিয়া বিলে আব্দুল হান্নান একজন গরিব কৃষক । ইরি ধানে মুকুল আসার আগেই ১০ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টার দিকে পারিবারিক কলহের রেশ ধরে হোসনে আর বেগম এবং মালেকা বেগম নামের দুইজন মহিলা আব্দুল হান্নানের জমিতে লাগানো ধান জোর করে কেটে নেওয়ার চেষ্টা করে এবং তার ঘেরের মাছ নষ্ট করে এবং পরবর্তীতে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে কইয়া বাজার জেলের ডাঙ্গা টিয়া বুনিয়া বিলের মালিক সমিতির সভাপতির সাথে কথা বলে জানা যায়, আব্দুল হান্নান একজন গরীব কৃষক, সে হাসনাত আরা বেগম নামের একজন জমির মালিক এর নিকট হইতে এক একর সম্পত্তি তিন বছরের জন্য নগদ অর্থ দিয়ে হারি/ বর্গা নেয়।
হাসনাত আরা বেগমের পারিবারিক কলহ থাকায় তার দুই বোন (হারি/বর্গা) হোসনে আর বেগম এবং মালেকা বেগম ওই সম্পত্তি মালিকানা দাবি করেন। এদিকে তার বোন হাসনাতারা জমি দিতে অস্বীকার করায়, (হাঁরি / বর্গা) তে ঘের নেওয়া মালিক আব্দুল হান্নানের লাগানো ফসল ইরি ধান কেটে বিনষ্ট করে এবং তার ঘেরের মাছ নষ্ট করে ফেলে এবং আব্দুল হান্নানকে প্রাণনাশের হুমকি ও দেওয়ায় হয়।
পরবর্তীতে আব্দুল হান্নান ডুমুরিয়া থানায় নিজের নিরাপত্তায় একটি জিডি দায়ের করেন।
কৃষক আব্দুল হান্নান এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।