মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে দিন দুপুরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ঠিকাদারকে মারপিট করে জখম ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেছেন শহরের শহীদ মশিউর রহমান সড়কের মৃত বিমল বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস। যশোর সদর উপজেলার হাশিমপুরতরফদারপাড়ার মৃত আব্দুল মতলেবের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুকে এ মামলার আসামি করা হয়েছে। পুলিশ বাবুকে আটকের চেষ্টা চালাচ্ছে।মামলায় উল্লেখ করা হয়, বাবু চিহ্নিত সন্ত্রাসী। বাদীর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে নিজের নামে জমি রয়েছে। ওই জমি বিক্রি করতে তিনি বিভিন্ন পার্টির সাথে যোগাযোগ করছেন।
জমি বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুশিয়ারি দেন বাবু। এমনকি প্রশান্তকে হত্যার হুমকিও দেন তিনি। টাকা না দিলে ওই জমি বিক্রি করতে দেবেন না বলেও জানান বাবু।এর মাঝে গত ৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে প্রশান্ত মোটরসাইকেলে তার দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে আদ্বদ্বীন হাসপাতালের দিকে যাচ্ছিলেন। কারবালা সিএনবি রোডে পৌঁছানো মাত্রই বাবু ওই মোটরসাইকেলের গতিরোধ করে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলেন। টাকা না দেওয়ায় তাকে মারধর শুরু করেন।
একপর্যায়ে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করেন। গুরুতর আহত হয়ে প্রশান্ত অজ্ঞান হয়ে পড়েন।এ সময় তার দুই মেয়ে ঠেকাতে এলে তাদেরও হত্যার হুমকি দেন বাবু। একপর্যায়ে মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাবু নানা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে তিনি কোতোয়ালি থানায় এ মামলা করেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।