খুলনার খবর ||খুলনা যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ৩০ শে এপ্রিল সন্ধ্যায় নগরীর বয়রা বাজার পাবনা মিষ্টিঘর এর সামনে একজনকে গু/লি ও কুপিয়ে যখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়।
আহত যুবক সোনাডাঙ্গা মডেল থানাধীন আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে মো: রহিম
ঘটনার পর পরই পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন
বিস্তারিত ঘটনা :
সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার ফলপট্টির সামনে মোঃ আব্দুর রহিম(২৫), পিতা- মোঃ শহীদুল হাওলাদার , সাং- আদর্শ পল্লী, থানা- সোনাডাঙ্গা, খুলনা মহানগরীকে পূর্ব শত্রুতার জের ধরে (১) রিং সাগর(২৫), পিতা- অজ্ঞাত, সাং- গোবর চাকা গাবতলার মোড়, থানা- সোনাডাঙ্গা, খুলনা মহানগরী, (২) টগর(২৬), পিতা- অজ্ঞাত, সাং- গোবর চাকা গাবতলার মোড়, থানা- সোনাডাঙ্গা, খুলনা মহানগরী সহ আরো অজ্ঞাত দুইজন মিলে ধারালো ছুরি দিয়ে আব্দুর রহিম কে মাথায়, বাম পায়ের হাটুতে, ডান পায়ের রানের সামনে ও পিছনে এবং অন্ডকোষের একাংশে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ০৮:০৫ ঘটিকায় সার্জারি-১ বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি-১ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেটি পেশায় বাসের হেলপার হিসাবে কাজ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।