1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফকিরহাটে শ্রমিক সমাবেশ যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত যশোরে রামনগর এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আক্রমণের উপসর্গ অনুসন্ধান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও সমাবেশ মহান মে দিবস উপলক্ষে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজিত র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস পালন ও শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মাওঃ আব্দুল আউয়াল কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক খুলনায় নানান আয়োজনে মহান মে দিবস পালিত খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার ইশরাককে মেয়র ঘোষণায় এনসিপির উদ্বেগ কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান লাউডোব ফেরিঘাটে এ.ডি.পি এর উদ্যোগে পানির ট্যাংক ও সেলাই মেশিন বিতরণ কয়রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে খালিশপুর সমাবেশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কেশবপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ – ১লা মে যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর পুলিশের দুই কর্মকর্তার বিচার দাবিতে বিএনপির কেএমপি খান জাহান আলী থানা ঘেরাও 

কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম ||কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-ভিসি ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সন্ত্রাসের শিকার হয়েছেন কুয়েট সংশ্লিষ্ট এক শিক্ষার্থী ও ছাত্রনেতা রাতুল হাসান।

গতকাল রাত ১০টা ২২ মিনিটের দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় টিউশন শেষে বাসায় ফেরার পথে রাতুলের ওপর এ নির্মম হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাতুল হাসান জানান, টিউশন শেষে ব্যক্তিগত প্রয়োজনে হোটেল সিটিইনের পাশের গলিতে যাওয়া মাত্রই ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ঘিরে ধরে।

প্রথমেই জিজ্ঞেস করা হয়, “তুই কি কুয়েটের রাতুল?” হ্যাঁ বলার সাথে সাথেই পেছন থেকে কয়েকজন তার মাথা ও মুখমণ্ডলে এসএস রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়, নাক ভেঙে যায় এবং সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পাশের ‘কুডোস’ রেস্টুরেন্টে আশ্রয় নেন এবং বাথরুমে লুকিয়ে প্রাণ রক্ষা করেন। হামলাকারীরা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করে এবং রাজনৈতিক হুমকি দিতে থাকে। তারা চিৎকার করে বলে, “ভিসির পদত্যাগ করাস, বাড়াবাড়ি করলে খুন করব!”

স্থানীয়দের সহায়তায় রাতুল প্রথমে সিটি মেডিকেলে চিকিৎসা নেন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় আছেন।

এই ঘটনার পর রাতুল হাসান সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতনমহল এবং শিক্ষার্থীরা। তারা বলছেন, কুয়েট ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার হরণ করার জন্য এ ধরনের সন্ত্রাসী কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে। রাতুলের ওপর হামলা তারই ভয়াবহ দৃষ্টান্ত।

ছাত্রনেতা ও প্রতিবাদী কণ্ঠস্বর হওয়াই কি আজ একজন শিক্ষার্থীর জন্য প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ালো?

প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।