এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার ||“স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা, শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে (রেজি: ৯৫০) সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে ২০২৫ মহান মে দিবস ও ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় শহীদ সামাদ স্মৃতি বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস টার্মিনাল অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন বাবু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন, কার্যকরী সদস্য আকরাম হোসেন, আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম সাদ্দামসহ শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৪ জন সাধারণ মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ১২ হাজার টাকা করে এবং সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।