1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফকিরহাটে শ্রমিক সমাবেশ যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত যশোরে রামনগর এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আক্রমণের উপসর্গ অনুসন্ধান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও সমাবেশ মহান মে দিবস উপলক্ষে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজিত র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস পালন ও শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মাওঃ আব্দুল আউয়াল কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক খুলনায় নানান আয়োজনে মহান মে দিবস পালিত খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার ইশরাককে মেয়র ঘোষণায় এনসিপির উদ্বেগ কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান লাউডোব ফেরিঘাটে এ.ডি.পি এর উদ্যোগে পানির ট্যাংক ও সেলাই মেশিন বিতরণ কয়রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে খালিশপুর সমাবেশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কেশবপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ – ১লা মে যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর পুলিশের দুই কর্মকর্তার বিচার দাবিতে বিএনপির কেএমপি খান জাহান আলী থানা ঘেরাও 

যশোরে রামনগর এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আক্রমণের উপসর্গ অনুসন্ধান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর  প্রতিনিধি||যশোরে এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় অনুসন্ধান করতে যশোরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইইডিসিআর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ছয় সদস্যের এই টিম আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ে কাজ করবে।

এর আগে গত মার্চ মাসে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ২ হাজার ৭৮টি মুরগি নিধন করে পুঁতে ফেলা হয়। যদিও প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ এটিকে নিয়ন্ত্রণে থাকা ‘লো প্যাথোজেনিক’ ভাইরাস বলে জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর শহরের রামনগর এলাকার একজন ব্যক্তির দেহে বার্ড ফ্লুর কিছু উপসর্গ দেখা দেওয়ার পর প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় আইইডিসিআর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত টিম পাঠিয়েছে। প্রতিনিধিরা যশোরে কয়েকদিন অবস্থান করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন।যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান আইইডিসিআরের একটি ছয় সদস্যের টিম যশোরে এসে নমুনা সংগ্রহ করে নিশ্চিত করবে আদৌ এটি বার্ড ফ্লু কিনা।

প্রসঙ্গত, গত ১২ মার্চ সরকারি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর পরদিনই ওই খামারের ছয়টি শেডের সব মুরগি মেরে ফেলা হয় এবং খামার জীবাণুমুক্ত করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু সুফিয়ান জানান, এই ভাইরাসের প্রকোপ সীমিত এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পোলট্রি খামারগুলোকে সতর্ক করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং দেশে পর্যাপ্ত বিশেষায়িত ভ্যাকসিন মজুদ রয়েছে। ২০০৭ সালে বাংলাদেশে প্রথম এবং সর্বশেষ ২০১৮ সালে খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল। এ বছর পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে।

পোলট্রি খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশে প্রায় ৯৫ হাজার খামার থাকলেও নানা অর্থনৈতিক সংকটে প্রায় ৬২ হাজার খামার ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটলে সেটি পোলট্রি শিল্পের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এজন্য সময়মতো ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্টরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, মানবদেহে সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। মার্চ মাসের সংক্রমণ ছিল সীমিত ও নিয়ন্ত্রিত।

এরপর থেকে কোনো নতুন খামারে এমন কিছু পাওয়া যায়নি। হাঁস-মুরগি ও ডিম খাওয়ার ক্ষেত্রেও ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জনগণকে বার্ড ফ্লু নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।