খুলনার খবর ||কাজের আজুহাতে স্লাইরেঞ্জ আনতে প্রতিবেশির ঘরে গিয়ে একাকী পাওয়া গৃহবধুকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে ফুলতলার জামিরা গ্রামের কামাল শেখের পুত্র জাফর শেখ (৩০)। তিনি জামিরা ৮নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা (নং-১, তারিখ-০২/০৫/২৫) করেছেন।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে প্রতিবেশি জাফর শেখ স্লাইরেঞ্জ নেওয়ার অজুহাতে খোলা ঘরে ঢুকে পড়ে।
আশেপাশে অন্য কেহ না থাকায় ঘরের সিটকেনি আটকে দেয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়। তাকে সিটকেনি আটকিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে জাফর শেখ ধমক দিয়ে চুপ থাকতে বলে। অন্যথায় আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়।
এ সময় মুখ চেপে ধরে খাটের ওপর শুইয়ে দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্বামীর সাথে বিষয়টি আলোচনা করে থানায় মামলা করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আসামিকে আটকের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।