খুলনার খবর ||গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলা হয়। বিষয়টি গণমাধ্যম কে নিজেই নিশ্চিত করেছেন হাসনাত আবদুল্লাহ।
ঘটনার পরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাতের হাতও আঘাত পেয়েছে। যারা কাছাকাছি আছেন, দ্রুত হাসনাতকে প্রটেকশন দিন।”
একই বিষয়ে এনসিপির আরেক নেতা হান্নান মাসউদও তার ফেসবুক পোস্টে বলেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। যারা কাছে আছেন দ্রুত এগিয়ে আসুন, প্লিজ।”
ঘটনার পর দলীয় সূত্রে জানা যায়, রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাতেই একটি জরুরি প্রেস ব্রিফিং করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, হামলার পর হাসনাত আবদুল্লাহ বর্তমানে বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অভ্যন্তরে আশ্রয় নিয়েছেন। তিনি নিরাপদ আছেন এবং তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কথা বলছেন।
ঘটনার পেছনের কারণ, হামলাকারীদের পরিচয় এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।