পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||কেশবপুরে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স’মিলের স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম-কে ১০’হাজার টাকা এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত (৭১)-কে ৫০’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে-২৫) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) সরকারি রাস্তার গাছ কর্তন করেছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এ ১০’হাজার টাকা জরিমানা এবং কর্তন করা গাছ জব্দ করেছে।
একই অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চাঁদড়া গ্রামের মৃত সুধাংশু দত্তের ছেলে রনজিত দত্ত (৭১)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী-কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সাগরদাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল কবির টিপু। থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে রাশেদ গাজীকে ১০ হাৃজার এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।