পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরে মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ ও নীতি মালা অনুসরণে নির্দেশনা প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা বেগম মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ সরজমিনে দেখতে যান ও নীতি মালা অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার (৬ মে-২৫) কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ঘের পরিদর্শন করা এবং ঘেরের মালিকদেরকে “ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯” এর নির্দেশনা প্রতিপালনপূর্বক মৎস্যঘের স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া কেউ যাতে স্যালো মেশিন বা অন্য কোন সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ থেকে শুকনো মৌসুমে মৎস্য ঘেরের পানি উত্তোলন না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সকল ঘের মালিককে মৎস্যঘের স্থাপন নীতিমালার সকল নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে।
যথাযথ নীতিমালা ও মেনে মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।