মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||উপরে ফিট ফাট, ভেতরে যেন সদর ঘাট। সামনে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। কিভাবে রান্না হচ্ছে আমরা কিইবা খাচ্ছি।
জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ, খাদ্য প্রক্রিয়ায় মান লঙ্ঘন,রান্নাঘরে স্যানিটেশনের অভাব এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে খাবার প্রস্তুত করার অভিযোগে শহরের স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই , জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারির বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্তপক্ষ।
এসব অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ওই তিন প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ঘটনাস্থলে থেকেই মামলা করেন স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম
উল্লেখ্য, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভেজাল বা মানহীন খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বিক্রয় বা বিতরণ করলে জেল, জরিমানা বা উভয় দণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।