এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||সাতক্ষীরায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়া পানি উৎপাদন করায় দুটি ড্রিংকিং ওয়াটার কারখানাকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান দল।
বৃহস্পতিবার (৮ মে) সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে অবস্থিত মোঃ ইউসুফ আলীর মালিকানাধীন ‘চিশতিয়া ড্রিংকিং ওয়াটার’ এবং মধ্য কাটিয়া মাঠপাড়ায় মোঃ রাসেদুজ্জামানের ‘সৌদিয়া ড্রিংকিং ওয়াটার’ কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় পানি উৎপাদন করে আসছিল। বিএসটিআই’র অনুমোদিত লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটিকে ২৫,০০০/- টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, তারা ভবিষ্যতে লাইসেন্স ছাড়া আর কখনো পানি উৎপাদন করবেন না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব কারখানার পানি পান করে অনেকে চর্মরোগ ও পেটের পীড়ায় ভুগছেন।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, সাতক্ষীরার অন্যান্য অবৈধ পানির কারখানাগুলোর বিরুদ্ধেও অভিযান চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।