খুলনার খবর ||মহানগর মহিলা দলের শাখার সকল থানা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর দলীয় কার্যালয়ে নবগঠিত মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত— নেয়া হয়।
মহানগর মহিলাদলের আহবায়ক সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহবায়ক এ্যাড. হালিমা আক্তার খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জরুরি সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। একই সাথে তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দ।
মহানগর মহিলা দলকে সুসংগঠিত করতে দায়িত্ব অপর্ণ করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
মহানগর মহিলাদলের আহবায়ক সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে জরুরি সভায় বক্তৃতা করেন মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, মোসাঃ আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরিন শ্রাবনী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এড. জাহানারা পারভীন, সালমা বেগম ও শাম্মি চৌধুরী মলি।
প্রসঙ্গত্ব, গত ৩ মে খুলনা মহানগর মহিলা দলে সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীকে আহবায়ক ও এড. হালিমা আক্তার খানমকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।