এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার||ভারতের গুজরাট রাজ্য থেকে পুশইন করা ৭৮ জন মুসলিম নাগরিককে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১১ মে) সকালে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা’য় করে তাদের মোংলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী হওয়ায় একটি কাঠের ট্রলারও ব্যবহৃত হচ্ছে।
কোস্টগার্ড, বিজিবি এবং বন বিভাগের সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতের দিকে ভারতের নৌবাহিনী এই ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির নিকটবর্তী এলাকায় নামিয়ে দেয়। পরে তারা বন বিভাগের মান্দারবাড়ি স্টেশনে আশ্রয় নেন।
জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা গুজরাটের বিভিন্ন বস্তিতে বসবাস করতেন এবং ভারতের বৈধ নাগরিকত্বের সনদ দেখাতে না পারায় তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। খবর পেয়ে মোংলা কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায় এবং বন বিভাগের সহায়তায় তাদের হেফাজতে নেয়।
পুশইন হওয়া ব্যক্তিদের খাবার সরবরাহ করেছে সুন্দরবন বিভাগ। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।