পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বাঁধনে, কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুর উপজেলাধীন মঙ্গলকোট ইউনিয়নে বুড়িভদ্রা নদীর সংলগ্ন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে গৌরব ও ঐতিহ্যের ৪২ বছরে প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণিল প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (১০ মে-২৫) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব শফিকুল আলম মহোদয়।
পুনর্মিলনী উদযাপন কমিটি-২০২৫ এর সদস্য সচিব জনাব মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় প্রথম পর্বে পবিত্র কোরআান থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের পর সকাল ১০ টায় কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা ও আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, অনুষ্ঠানের আহ্বায়ক জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা শেষে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করে।
মধ্যাহ্ন ভোজের পর বিকাল সাড়ে চার টায় শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানে সভাপতিত্ব ও আয়োজক কমিটির আহ্বায়ক জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত।
বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারা অধ্যাপক ড. হোসেন আল মামুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, অবসরপ্রাপ্ত প্রতিষ্টাতা প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, প্রাক্তন ছাত্র উত্তম কুমার কর প্রমূখ। অনুষ্ঠানে চার জন অবসরপ্রাপ্ত শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, সহকারী শিক্ষক শেখ সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম গাজী ও প্রতিষ্ঠাতা অফিস সহকারী মোঃ আহসান উল্ল্যাহ মোড়ল।
শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন, সহকারী অধ্যাপক দীনেশ দেবনাথ, শিক্ষক ইসমাতার স্নেহ, শিক্ষক শফিকুল ইসলাম, সমীর সরকার, রুহুল আমিন, আব্দুল হালিম, নাছিমুর রহমান, বুলবুল আহমেদ, মিজানুর রহমান, আলী রেজা, মিরাজুল ইসলাম, এমরান হোসেন, মিঠুন চক্রবর্তী, অনিক দাস, ফয়সাল, রিয়াত প্রমূখ।
প্রথম ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সভাপতি জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত-এর পিতা-মাতা’র স্মরণে শাহেদ-জবেদ ফাউণ্ডেশনের শুভ উদ্বোধন করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব শফিকুল আলম মহোদয়।
সন্ধায় স্থানীয় শিল্পীদের সংগীতানুষ্ঠান শেষে শিল্পী মনির খান ও দেশবরেণ্য তারকা শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিয়াল্লিশ বছর পর শিক্ষার্থীদের কোলাকুলি ও খোশগল্প করতে দেখা যায়।
অনেকে স্মৃতিচারন করতে যেয়ে কেঁদে ফেলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।