এস এম তাজুল হাসান (সাদ)স্টাফ রিপোর্টার ||সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের সন্তান মোঃ সালমান হোসেন একজন প্রতিভাবান ও প্রথম শ্রেণির ক্রিকেটার।
খুলনা ডিভিশনের হয়ে জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা টিম, সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ ও খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন।
কিন্তু সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের আগমুহূর্তে অনুশীলনের সময় সালমান হোসেন মারাত্মকভাবে ইনজুরিতে আক্রান্ত হন। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, যা তাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ফিজিও ও চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করালে সালমানের পক্ষে আর মাঠে ফেরা সম্ভব নয়। কিন্তু অস্ত্রোপচারের খরচ প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা, যা তার পরিবার বা তার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।
নিজের সব স্বপ্ন আর সাধনা দিয়ে ক্রিকেটকে জীবনের প্রথম স্থানে বসিয়েছেন সালমান। গ্রামের অনুন্নত পরিবেশ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। ক্রিকেট থেকেই যা আয় করেছেন, তা দিয়ে পরিবারকেও সহায়তা করেছেন। এখন সেই সালমান জীবন ও ক্যারিয়ারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাহায্যের আশায় তাকিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের দিকে।
সালমান হোসেন বলেন, “আমি আবার মাঠে ফিরতে চাই। আমি এখনও স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাব। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাই।”
সবার কাছে সালমানের অনুরোধ—একটি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহযোগিতা হয়তো বাংলাদেশ ক্রিকেটকে একজন মেধাবী খেলোয়াড় ফেরত পেতে সাহায্য করবে।
যোগাযোগ ও সাহায্যের জন্য বিকাশ/নগদ নম্বর: 01625-886278 (সালমান হোসেন)
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।