মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি||নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদি হয়ে রোববার (১১ মে) সকালে লোহাগড়া থানায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যাকে রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে এ হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও যুবদল মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (১১ মে) বিকেলে লোহাগড়া শহরে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ।
জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যায়। এর মধ্যে রাত ১১ টার দিকে নিহত সালমান বাড়িতে ফিরলেও আবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসমিদের গ্রেফতারের স্বার্থে এই মূহুর্তে কারো নাম জানানো সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এখনো সে হত্যার বিষয়ে মুখ খোলেনি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।