খুলনার খবর ||
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, পাটশিল্প, সুন্দরবন ও পরিবেশ সংরক্ষণের জন্য যথাযথ বরাদ্দ এবং বাস্তবায়ন পরিকল্পনার দাবি জানিয়েছে খুলনার নাগরিক কমিটি।
বুধবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেটি মোট বাজেটের ১০ শতাংশ হওয়া উচিত। কৃষিপণ্যের মূল্য সংযোজন, বিপণন, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকের জন্য লাভজনক ন্যায্যমূল্য নির্ধারণে স্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। এছাড়া বীজ সংরক্ষণ, কমিউনিটি সিড ব্যাংক গঠন এবং কৃষক প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট বরাদ্দের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাটশিল্প পুনরুজ্জীবনের জন্য বাজেটে কার্যকর দিকনির্দেশনা অনুপস্থিত। তিনি বলেন, “মাত্র ১,৮০০ কোটি টাকার বিনিয়োগেই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পুনরায় চালু করা সম্ভব। অথচ সরকার পাটশিল্পকে বিদেশি বিনিয়োগে তুলে দিতে চায়।” বন্ধ হওয়া খুলনার খালিশপুর ও দৌলতপুরসহ অন্যান্য পাটকলের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিও জানানো হয়।
নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালু না করে তার জায়গায় কেমিক্যাল কারখানা গড়ার প্রস্তাবকে ‘স্থানীয় শিল্পকে উপেক্ষা করার দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে, তিনি এসব পুরাতন শিল্পকে পুনরুজ্জীবনের দাবি জানান।
সুন্দরবন ও পরিবেশ রক্ষায় বাজেটের স্পষ্ট রূপরেখা চান নাগরিকরা। রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত ক্ষতি তুলে ধরে বক্তারা বলেন, “বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও এটি সুন্দরবনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।” তারা সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে সব শিল্পকারখানা সরিয়ে নেওয়ার দাবি জানান এবং ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান কার্যকরে বন বিভাগের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।
নদী-খাল পুনঃখনন, পুকুর ও দীঘি সংরক্ষণ, স্থানীয় বৃক্ষের সামাজিক বনায়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুপেয় পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়।
অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, “আমরা চাই কৃষি, পাট, পরিবেশ ও শিল্পের টেকসই উন্নয়ন। এই দাবিগুলো বাস্তবায়ন হলে খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার বাজেট চূড়ান্ত করার আগে এসব দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।