শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা ||যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আসাদুল হক আশার হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকাল ৫টায় ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মাহমুদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ২ শতাধিক নারীপুরুষ সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাইল হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য আ: রাজ্জাক, মোহন হোসেন,শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, সফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা খুনের সাথে জড়িত ব্যক্তিরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসীর দাবি জানান।
উল্লেখ্য গত ১০ মে বিকালে ছুটিপুর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দীন এর ২ ছেলে আশাদুল ইসলাম আশা ও মহিদুল ইসলাম গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আসাদুল কে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ৬ জন আসামিকে গ্রেফতার করলেও মুল হোতারা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।